ছুটির দিন বলে কথা, নইলে কি আর কর্মজীবী মানুষ এতটা অস্থির বোধ করবে? সপ্তাহের ৫ টি দিন কলুর বলদের মত খাটুনীর পর সবারি মনে হয় বন্ধের দুইটি দিন কুম্ভকর্ণের মত টানা ঘুম দিবে, আর তাই ত
মানুষ আজ বড় ব্যস্ত। এর ওপর আবার যুক্ত হয়েছে ' ফেসবুক '! গভীর রাত্রে ঘুম ভেঙ্গে গেলে আধো খোলা চোখে মোবাইল টিপে সবার 'আপডেটেড স্ট্যাটাস' না দেখলে ঘুমটা যে আর আসে না!!
সময়ের প্রবহমানতায় নিজেদেরকে একটু সময় দিতে আমরা এতটাই কার্পণ্য করি যে, ব্যস্ততার আড়ালে আমাদের মননশীলতা বড় বেশী 'অলস' হয়েছে। ভেবে দেখুনতো, আজ থেকে ৬/৭ বছর আগে ছুটির দিনগুলোতে আপনি কি করতেন? কিছু option দিচ্ছিঃ
১. সকাল ১১ টা পর্যন্ত ঘুমিয়ে দুপুরে পরিবারের সাথে খাওয়া, এরপর কিছু হাবিযাবি কাজ শেষে বিকেলে পরিবারসহ কোথাও ঘুরতে যাওয়া।
২. কাছাকাছি পরিবার না থাকলে, বন্ধুদের সাথেই আড্ডা মারা, পাড়ার মোড়ের চা এর দোকানে বসে তুমুল হট্টগোল করা আর বেহিসাবি সিগারেট পোড়ানো!
৩. যেখানে যার সাথেই কাটাই না কেন, বিকেলে খোলা মাঠে কিছু একটা খেলায় ব্যস্ত থাকা। সন্ধ্যায় আত্মীয়দের বাসায় না গেলে দিনটা অপূর্ণই থেকে যায়।
হয়ত কারো ক্ষেত্রে সব গুলই প্রযোজ্য নতুবা পুরটাই 'bogus'। কিন্তু একবার অন্তত ভাবুন তো, চাকুরীজীবী হউন অথবা বিদেশে গবেষণারত হউন, 'weekdays' আর 'weekends' গুলো আপনি কেমন করে কাটাচ্ছেন? হয়ত যুক্তি দিয়ে বলবেন যে " এখানে ভাই, পরিবার/বন্ধু কোথায় পেলেন যে সময়টা আগের মত কাটাব? " হ্যাঁ, আপনার কথাটা একদম ঠিক, কিন্তু আপনার আশে পাশে কি আসলেই বন্ধু নেই? নাকি ডিজিটাল বন্ধু আর ল্যাপটপের মায়াজালে আটকা পড়া আপনার অলস শরীরটাকে একটু দুকদম হাঁটিয়ে সামনের বাসায় আপনার মতই ব্যস্ত আলসেটাকে ডেকে বলবেন "কীরে, ছুটির দিনেও ঘুমালে কাজের দিনে করবি টা কী????
মানুষ আজ বড় ব্যস্ত। এর ওপর আবার যুক্ত হয়েছে ' ফেসবুক '! গভীর রাত্রে ঘুম ভেঙ্গে গেলে আধো খোলা চোখে মোবাইল টিপে সবার 'আপডেটেড স্ট্যাটাস' না দেখলে ঘুমটা যে আর আসে না!!
সময়ের প্রবহমানতায় নিজেদেরকে একটু সময় দিতে আমরা এতটাই কার্পণ্য করি যে, ব্যস্ততার আড়ালে আমাদের মননশীলতা বড় বেশী 'অলস' হয়েছে। ভেবে দেখুনতো, আজ থেকে ৬/৭ বছর আগে ছুটির দিনগুলোতে আপনি কি করতেন? কিছু option দিচ্ছিঃ
১. সকাল ১১ টা পর্যন্ত ঘুমিয়ে দুপুরে পরিবারের সাথে খাওয়া, এরপর কিছু হাবিযাবি কাজ শেষে বিকেলে পরিবারসহ কোথাও ঘুরতে যাওয়া।
২. কাছাকাছি পরিবার না থাকলে, বন্ধুদের সাথেই আড্ডা মারা, পাড়ার মোড়ের চা এর দোকানে বসে তুমুল হট্টগোল করা আর বেহিসাবি সিগারেট পোড়ানো!
৩. যেখানে যার সাথেই কাটাই না কেন, বিকেলে খোলা মাঠে কিছু একটা খেলায় ব্যস্ত থাকা। সন্ধ্যায় আত্মীয়দের বাসায় না গেলে দিনটা অপূর্ণই থেকে যায়।
হয়ত কারো ক্ষেত্রে সব গুলই প্রযোজ্য নতুবা পুরটাই 'bogus'। কিন্তু একবার অন্তত ভাবুন তো, চাকুরীজীবী হউন অথবা বিদেশে গবেষণারত হউন, 'weekdays' আর 'weekends' গুলো আপনি কেমন করে কাটাচ্ছেন? হয়ত যুক্তি দিয়ে বলবেন যে " এখানে ভাই, পরিবার/বন্ধু কোথায় পেলেন যে সময়টা আগের মত কাটাব? " হ্যাঁ, আপনার কথাটা একদম ঠিক, কিন্তু আপনার আশে পাশে কি আসলেই বন্ধু নেই? নাকি ডিজিটাল বন্ধু আর ল্যাপটপের মায়াজালে আটকা পড়া আপনার অলস শরীরটাকে একটু দুকদম হাঁটিয়ে সামনের বাসায় আপনার মতই ব্যস্ত আলসেটাকে ডেকে বলবেন "কীরে, ছুটির দিনেও ঘুমালে কাজের দিনে করবি টা কী????